সর্বশেষ

বাংলার বিজয় ও মুক্তিযুদ্ধ -মুহাম্মদ সোলাইমান

167
Before post box 1

বাংলার বিজয় ও মুক্তিযুদ্ধ
-মুহাম্মদ সোলাইমান

সাহিত্য ডেস্ক ::

ডিসেম্বরের ষোল তারিখ
বড়ই মহান গৌরবের
বাংলাদেশের এ বিজয় যেন
ফুলের মহৎ সৌরভের।

মুক্তিবাহীনি যুদ্ধ করে
আনল দেশের মুক্তি,
ত্রিশ লাখের প্রাণের বিনিময়ে
অর্জিত দেশের শক্তি।

হাজার তরুণ অস্ত্র ধরে
আনল এদেশ বিজয়,
দেশের তরে জীবন দিয়ে
রাখল মান অক্ষয়।

আরও পড়ুন

বাবা-সাইফুল ইসলাম সাঈদ 

বিজয় আমাদের হবেই! 

স্বপ্ন আঁকো

middle of post box 3

সেই থেকে অর্জিত হয়
স্বাধীন দেশের নিশান,
রক্ষা করা কঠিন না হোক
বাংলাদেশের বিজয় মান।

একাত্তর সালে রক্তঝরা
স্বাধীনতার মহা সংগ্রাম,
এ শ্লোগানটি মুখরিত হল
সর্বত্র শহর গ্রাম।

সুদীর্ঘ ন’মাস যুদ্ধের পর
বাংলার স্বাধীন মহা বিজয়,
মুক্তিযোদ্ধাদের মহা অবদান
হবেনা যে কভু ক্ষয়।

বিজয় দিবস ষোল ডিসেম্বর
অনেক ত্যাগ-সাধনার ফল,
মুক্তিযোদ্ধার করুণ ইতিহাস
আমার চোখে আসে জল।

মুক্তিযুদ্ধ বেদনার দিন,
বিজয় সকল সুখের আনন্দ,
কষ্টের পর আসে জীবনে,
আসে সর্ব সুখের ছন্দ।।

লেখকঃ কবি, শিক্ষক এবং সংগঠক।

after post box 2