সর্বশেষ

ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

230
Before post box 1

নিজস্ব প্রতিবেদক ::চট্টগ্রামের বহদ্দারহাট খাজা রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর ৬ ফেব্রুয়ারি (সোমবার) আনোয়ারা  পারকি সি-বীস’র লুসাই পার্কে হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত’র সভাপতিত্বে ও মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন  বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও  কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল। প্রধান বক্তা ছিলেন ম্যাক্স হাসপাতালের ডাইরেক্টরওবায়দুল হক মনি। বিশেষ অতিথি ছিলেন আজকের বসুন্ধরা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো ফৌজুল আজাদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম, মাওলানা মুহাম্মদ  রেজাউল করিম, মুহাম্মদ দিদার । অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাম্মদ আলমগীর, হাফেজ  শাহাদাত হোসাইন, হাফেজ  আনছার উল্লাহ, হাফেজ জুনাইদ, হাফেজ হেলাল উদ্দিন, হাফেজ আব্দুল কাদের, রিয়াদুল ইসলাম প্রমুখ।

middle of post box 3

প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল  বলেছেন,  পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা কোমলমতি শিক্ষার্থীদের শরীরের জন্য উপকার বয়ে আনে,  খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে।

সভাপতির বক্তব্যে আমান উল্লাহ দৌলত বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোমলমতি শিশুদের একটু বিনোদন দেওয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন।

after post box 2