সর্বশেষ

দেওদীঘি বাজারে প্রথম আরহাম নামক সুপারশপ উদ্বোধন

131
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: শুক্রবার(১০ মার্চ) বিকাল ৪ টায় সাতকানিয়া উপজেলা পশ্চিমে দেওদীঘি বাজারে এই প্রথম আরহাম নামে সুপার শপের উদ্বোধন করা হয়। ফিতা কেটে মোনাজাত এর মাধ্যমে যাকজমকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই দোকানের  শুভ উদ্বোধন করেন দেওদীঘি নিউ মার্কেট এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ জাকারিয়া এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের সনামধন্য প্রতিষ্ঠান চিটাগাং সু বাজার এর স্বত্বাধিকারী জনাব নুরুল আলম সওদাগর, মাদার্শা ইউনিয়ন ইউপি সদস্য আবুল হোসেন মনু,নুরুল কবির,সার্বিয়ার আবুল কালাম, দেলোয়ার হোসেন বেলাল,আফজাল হোসেন সহ অসংখ্য দেওদীঘি বাজারের ব্যাবসায়ীবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মোহাম্মদ জাকারিয়া বলেন,সবকিছু একসাথে পাওয়া গেলে অযথা কেন বাজার ঘুরে ঘুরে সময় নষ্ট করব। এছাড়া এখানে ন্যায্য দামে পন্য পাওয়া যাচ্ছে। এরকম একটি এলাকায় এমন একটি সুপার শপ হওয়ায় আমরা আনন্দিত।’
আরহাম সুপার শপ এর মালিক জাহাঙ্গীর আলম জানান, ‘আমাদের সুপার শপে পাওয়া যাবে, দেশ- বিদেশের সকল ধরনের কয়েক হাজার পন্য। যেখানে একটি পরিবারের সকল পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সুলভ মুল্যে পাওয়া যাবে সকল পন্য। আস্তে আস্তে আমাদের সেবা আরও বাড়ানো হবে।’
উল্লেখ্য যে,দেওদীঘি বাজারে এ ধরণের সুপার শপ এটিই প্রথম আত্মপ্রকাশ হলো। যার ফলে আধুনিকতার দিক দিয়ে আরেক ধাপ এগিয়ে গেল পশ্চিম সাতকানিয়া দেওদীঘি বাজার।

after post box 2