সর্বশেষ

আনোয়ারায় এক গার্মেন্টসকর্মী তরুণীকে ধর্ষণ করেছে ৫ পাষণ্ড

169
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: আনোয়ারায় এক গার্মেন্টসকর্মী তরুণীকে ধর্ষণ করেছে ৫ পাষণ্ড। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। এর আগে ভিকটিমের মা ৫ জনের নামে থানায় অভিযোগ করেন।

middle of post box 3

গ্রেপ্তার যুবকরা হলেন- খুরুস্কুল গ্রামের পারভেজ (২১) ও বটতলী গ্রামের ইকবাল (২৮)।ঘটনার বিষয়ে ভিকটিমের বড় বোন ইয়াসমিন বলেন, আমার বোন কেইপিজেডে যাওয়ার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। পরে সে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনসহ পরিচিত সব জায়গায় খোঁজ করি।শুক্রবার রাতে পশ্চিম বরিয়া রাজার পাড়া থেকে আহত অবস্থায় বোনকে উদ্ধার করি। তারপর বোন জানায় ৫ জন ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেছে। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, ভিকটিমের মায়ের অভিযোগের পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

after post box 2