সর্বশেষ

সাতকানিয়া বাজালিয়া উচ্চ বিদ্যালয়ে জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপন

233
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাজালিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবু সাঈদ মোহাম্মদ সুমন। স্কুলের শিক্ষক শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীন চৌধুরী, অভিভাবক সদস্য বদিউল আলম, মোহাম্মদ আব্দুল আলম, শিক্ষক মৃণাল দাশ ও সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব প্রমুখ। পরিশেষে কেক কেটে খাওয়ার পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা শিহাব উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবু সাঈদ মোহাম্মদ সুমন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদের আন্তরিক হতে হবে। সেই সাথে শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে শিক্ষা অর্জন করতে হবে।

after post box 2