সর্বশেষ

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সামসুল আলম ও সম্পাদক এম আশরাফুল আলম নির্বাচিত

122
Before post box 1

এম সোলাইমান কাসেমী :: যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধীতা করেছিল দাবি করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সেই দেশটি আবার আমাদের দিকে লোলুপ দৃষ্টি ফেলেছে। যুক্তরাষ্ট্রের জানা উচিত, আমরা ১৯৭১ সালের বিজয়ী শক্তি ছিলাম। তাই তাদের হুঁমকিকে তোয়াক্কা না করার হিম্মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে এবং তিনি তা দেখিয়েছেন। শনিবার (২৪ জুন) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশে একটি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা দেশিয় ও বিদেশি লুটেরাদের ইন্দনদাতা। এই অপশক্তিটি ধর্মের নামে অধর্ম করে এবং মানবতার নামে অমানবিকতার চর্চা করে। এই অপশক্তি বিদেশি মুরুব্বীর গ্রিন সিগন্যাল পেয়ে আবার লাফালাফি শুরু করেছে। এদের ঐ পরাক্রমশালী মুরুব্বীর গালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থ চপেটাঘাত করেছেন। এতেই তাদের দেশিয় এজেন্টরা ভয় পেয়ে উল্টাপাল্টা পাগলের প্রলাপ বকছেন। তাদের এই পাগলামি বন্ধ করতে আওয়ামী লীগের পরীক্ষিত নেতা-কর্মীরাই যথেষ্ট। কারণ তাদের প্রতি জনগনের ভালবাসা ও আস্থা আছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম. নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে দেশের তিন কোটি মানুষকে নানাভাবে সরাসরি আর্থিক সহায়তা ও প্রণোদনা দিয়েছে। এই তিন কোটি উপকারভোগীর মধ্যে যারা চট্টগ্রাম নগরীর তিনটি এবং শহর সংলগ্ন তিনটি আসনসহ মোট ৬টি আসনে যেসকল সরকারিভাবে উপকারভোগী আছেন, তাদেরকে যদি আমরা দলের সদস্য এবং দলীয় সমর্থন আদায় করতে পারি তাহলে আগামী দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই ৬টি আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

middle of post box 3

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং হবেই। এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও অবকাঠামো নির্মাণে সাধারণ মানুষকে যুক্তিসংগত কারণে কিছুটা দুর্ভোগও পোহাতে হয়। এটাই বাস্তবতা। তবে উন্নয়ন কর্মকাণ্ড যাতে দ্রুত হয় জনগণের সমস্যা যাতে লাঘব হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর পারস্পরিক বোঝাপরা ও পারস্পরিক সমঝোতা ও সমন্বয় সাধন প্রয়োজন। এই প্রয়োজনের অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের ভূমিকা থাকতে হবে।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, ওয়ার্ড আওয়ামী লীগের মো. মঞ্জুর হোসাইন, আনোয়ার হোসেন বাবুল, আবুল কালাম, ইউনিট আওয়ামী লীগের মো. সালাউদ্দিন, হাছান মুরাদ জকু, মো. আলমগীর প্রমুখ।

দ্বিতীয় পর্বে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোটে মোহাম্মদ সামসুল আলম পুনরায় সভাপতি আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

after post box 2