সর্বশেষ

লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি আব্বাস উদ্দিন সেক্রেটারি ফয়সাল

151
Before post box 1

নিজস্ব প্রতিবেদক ::দক্ষিণ চট্টলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আইডিয়াল স্কুলের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ ৮ জুলাই (শনিবার) সকাল ১১ টায় স্কুল হলরুমে স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাবেক নিবার্হী পরিচালক আব্দুল হালিমের সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও নিবার্চন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সমশুল আলম। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্কুলের প্রধান শিক্ষক হামিদুল হোসাইন। সহকারী নিবার্চন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মান্নান আল কাদেরী। নিবার্চন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক মাস্টার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন স্কুলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন।

middle of post box 3

সাধারণ সভা শেষে প্রত্যেক ডাইরেক্টরদের গোপন ভোটের মাধ্যমে (২০২৩-২০২৫) ২ বছরের জন্য নতুন স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান নিবার্চন কমিশনার হামিদুল হোসাইন ভোট গণনা শেষে সভাপতি পদে আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সেক্রেটারি পদে তাওহীদুল ইসলাম ফয়সাল, নিবার্হী পরিচালক পদে শহিদুল ইসলাম মুন্না ও ক্যাশিয়ার পদে কপিল উদ্দিন নিবার্চিত হয়। নির্বাচিত ৪ জনের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত হয়। তৎমধ্যে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন, শিক্ষক প্রতিনিধি ও সদস্য সচিব হামিদুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল রহমান,সহকারী অর্থ সম্পাদক শাহাদাত হোসাইন, নিবার্হী সদস্য শহিদুল ইসলাম শফি, মফিজুর রহমান ও হোসাইন মেহেদী।অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন শিক্ষক মোহাম্মদ শাহেদ ও আরফাত হোসেন।

after post box 2