সর্বশেষ

চট্টগ্রামে ২৯০ মেডিকেল টিম প্রস্তুত

169
Before post box 1

চট্টগ্রাম প্রতিনিধি :: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় মেডিকেল টিম প্রস্তুত করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে সর্বমোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়নের ২শ’টি মেডিকেল টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে ৭৫টি, ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি, স্কুল হেলথ ক্লিনিকে ১টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টিসহ মোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।

middle of post box 3

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশে এবং তথ্য জানার জন্য আমাদের ২৪ ঘন্টা কন্ট্রোল রুল চালু আছে। যেটা সারাবছর থাকে। একইসঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে উপজেলাসহ আমাদের মোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরটি বিকল থাকায় মোবাইল নম্বর দিয়েই কাজ চলছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার অনুরোধ করা সত্ত্বেও টেলিফোন লাইন সচল করেননি। সবকিছুর পরেও আমাদের স্বাস্থ্যবিভাগ প্রস্তুত আছে। এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবে।

এদিকে আজ সোমবার (২৪ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং মোংলা ও পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত এবং দেখাতে বলা হয়েছে।

after post box 2