সর্বশেষ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে স্থাপত‌্য ও উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী

126
Before post box 1

 

নিউজ ডেস্ক : ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা। প্রধানমন্ত্রীর আসছেন, তাই রঙ-তুলির আঁচড়ে বিবর্ণতা দূর করে নবরূপ পেতে চলেছে বন্দরনগরী।
স্থাপত্যে জমে থাকা ময়লা ও দাগ পরিষ্কার করতে কাজ করছেন আয়োজকরা। প্রধানমন্ত্রীর আগমন ও মহান বিজয় দিবসকে আনন্দঘন করতে নগরের রাস্তাঘাট ও স্থাপত‌্যগুলোকে প্রাণ দিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। দম ফেলার ফুরসত নেই তাদের। কেউ কাজ করছেন পুরাতন রাস্তা মেরামতে। আবার কেউ ব্যস্তরাস্তায় জমে থাকা ময়লা আর্বজনা পরিষ্কার করতে। নগরের ফ্লাইওভারগুলোও বাহারি রঙে রঙিন করা হচ্ছে।

middle of post box 3

প্রধানমন্ত্রী প্রায় তিন বছর পর চট্টগ্রামে প্রথম জনসভায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর পোস্টার ও ব্যানারের পাশাপাশি তোরণ দিয়ে নগরীর বিভিন্ন সড়ক সজ্জিত করা হয়েছে। নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানাতে জিইসি মোড়, কাজীর দেউড়ি মোড়, বহদ্দারহাট, মুরাদপুর, নিউমার্কেটসহ অন্যান্য এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন। ৪ ডিসেম্বর সকালে বাংলাদেশ সেনাবাহিনীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলায় জেলায় সফরের কর্মসূচির অংশ হিসেবে ওইদিনই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেবেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে ও নির্বাচনমুখী প্রচারণায় নামাতেই এই উদ্যোগ বলে জানালেন দলীয় নেতারা। প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে যৌথ বর্ধিত সভা করেছে মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা। নেতাকর্মীরা নিজ উদ্যোগে নগরীকে রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সাজাচ্ছেন। মেয়র রেজাউল করিমের নির্দেশনায় আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্লাইওভার হতে এমএ মান্নান ফ্লাইওভারের মাঝের অংশটির ল্যাম্প পোস্টে ৭০ এর নির্বাচনে বিজয় ও স্বাধীনতার প্রতিক নৌকার আকৃতিতে এলইডি বাতি লাগিয়ে আলোকসজ্জা করেছে চসিকের বিদ্যুৎ বিভাগ।

দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামে কোনো জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই চট্টগ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। প্রতিদিনই মিনি ট্রাকে করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতা-কর্মীরা। এছাড়াও নগরের মোড়ে মোড়ে, অলি-গলিতে চলছে মাইকিং। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, সমাবেশের মঞ্চ তৈরি হবে নৌকার আদলে। মঞ্চের কাজ শুরু হয়েছে। সমাবেশের জন্য আমাদের নিয়মিত প্রচার-প্রচারণা চলছে। স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রূপ নিতে কার্যক্রম পুরোদমে চলছে। নেত্রীর আগমনের খবরে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী। নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান বলেন, আওয়ামী লীগের বৃহত্তম এই জনসমাবেশে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগদান করবেন। এ জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে আমাদের নিয়মিত প্রচারণা চলছে। দেশের সার্বিক খাতে অভূতপূর্ব উন্নয়নে দেশবাসীর কাছে আস্থা অর্জন করেছেন জননেত্রী শেখ হাসিনা, চট্টগ্রামের জনসভায় তার বহিঃপ্রকাশ ঘটবে।

after post box 2