সর্বশেষ

চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে লোহাগাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

183
Before post box 1

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে লোহাগাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।২৯ ডিসেম্বর দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলা পাবলিক হলে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য,ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুুহাম্মদ জহির উদ্দিন, পুটিবিলা ইউপির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, কলাউজান ইউপির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,চরম্বা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা অসহায় শীতার্তদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। 

after post box 2