সর্বশেষ

শেষদিকে দল পেলেন সাকিব, খেলবেন কলকাতায়

96
Before post box 1

 

middle of post box 3

স্পোর্টস ডেস্ক :: প্রথম ডাকে অবিক্রীত থাকার পর দ্বিতীয় ডাকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিল লিটন দাসকে। একইসঙ্গে ভাগ্য খুলেছে সাকিব আল হাসানেরও।একই দলে লিটনের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। আজ কোচিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামের একদম শেষ দিকে গিয়ে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা।ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখেই এই অলরাউন্ডারকে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এর আগে ভিত্তিমূল্য ৫০ লাখে লিটনকে দলে ভেড়ায় তারা।২০১১ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ সাকিব। ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। দুইটি শিরোপা জিতেছেন সেই দলের হয়ে। ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন এই অলরাউন্ডার। তবে ২০২১ সালে আবারও ফেরেন কলকাতায়। এর পরের বছর তাকে ছেড়ে দেয় কেকেআর। আইপিএলে ৯ আসরে ৭১ ম্যাচ খেলে ৭৯৩ রান ও ৬৩ উইকেট নিয়েছেন তিনি।

after post box 2