সর্বশেষ

বাঁশখালীতে হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

5
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: শিক্ষার্থীদের ২১শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সাথে তাল মিলাতে বাঁশখালীতে প্রথম বারের মতো বাঁশখালীর সর্ববৃহৎ বেসরকারি বৃত্তিপ্রকল্প হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা-২৪ ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদয়ালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ১ম থেকে ১০ম শ্রেণির আট শতাধিক শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসব ও খুশির আমেজ বিরাজমান ছিল।

middle of post box 3

মেধা ও সৃজনশীলতার অবমূল্যায়নের সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এবং নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিযোগীতামূলক এমন বৃত্তি পরীক্ষার আয়োজন বলে উল্লেখ করেন হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ইমরানুল হক। সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানা। এ সময় তারা শিক্ষার্থীদের পরীক্ষার খোঁজ-খবর নেন এবং উপস্থিত হেলথ্কার্ড বিডি বৃত্তির কার্যনির্বাহী ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বৃত্তি পরীক্ষা পরিদর্শনে ছিলেন মানবতা ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা মোজহেরুল হক, বাঁশখালী শাখার পরিচালক জমীম উদ্দীন, অর্থ সম্পাদক নুর উদ্দীন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল জিসান । তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিক ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মানবতা ফাউন্ডেশন নিয়মিত কার্যক্রম তুলে ধরে বলেন, এই ফাউন্ডেশন মানবিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরির অন্যন্য এক প্রতিষ্ঠান।

কেন্দ্র সচিবের পালন করেন রবিউল হোসাইন মানিক, সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন তাছলিমা সেলতানা। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী শহিদুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে হল পরিদর্শনে আসেন উম্মে হাবিবা, উম্মে সালমা,উম্মে আরবিনা সোলতানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান বৃত্তি প্রকল্পের সকল কার্যনির্বাহী, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

after post box 2