সর্বশেষ

“যিকরুল্লাহ” শাহ্সূফী সৈয়দ সিদ্দিক রেজার নতুন গ্রন্থ

199
Before post box 1

নুর মোহাম্মদ :: গাউছুল আজম হযরত শাহসূফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী( ক:) এর বেলায়েতে সিক্ত, আলোকিত জনপদ চট্টগ্রাম এর রাউজান উপজেলার উরকিরচর মইশকরমস্থ ‘দরবারে কামালিয়া শরীফ জ্ঞান ও আত্মশুদ্ধির বহুমুখী এক প্রতিষ্ঠান। মাইজভান্ডারী শরাফতের অন্যতম পরিচায়ক এই দরবারে কামালিয়া শরীফ।

সেই দরবারে কামালিয়া শরীফের একজন সৃজনশীল, আলোকিত ও কৃতী ব্যক্তিত্ব হলেন সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহ্সূফী সৈয়দ সিদ্দিক রেজা (ম.জি.আ.)। তিনি নিজেই ইলমে তাসাউফ সহ আরো বহুমুখী বিষয়ের একজন সুদক্ষ, সচেতন ও গুণী লেখক ও কলামিস্ট।

এই কৃতী লেখকের গবেষণা, লেখালেখি, পরিশ্রমের মননশীল রুপায়ন হল একে একে তা’র প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রন্হ। হল তাঁর হযরত মওলানা ছৈয়দ কামাল শাহ্ (রহ.) এর জীবন চরিত গ্রন্থ, ইরফান-ই-কামালিয়াত, হব্বে রাসূল (স.), বেলায়তের আলোময় ভূবন মাইজভান্ডার শরীফ, আত- তাসাউফ গ্রন্হগুলো বহুল প্রচারিত ও পাঠকপ্রিয়তা লাভ করেছে।
সম্প্রতি প্রকাশিত হল আরও একটি তাঁর অনবদ্য সৃষ্টি নতুন গ্রন্থ যিকরুল্লাহ ( আল্লাহর স্মরণ- ই আত্মার প্রশান্তি।

গ্রন্থটি প্রকাশনায় আছেন শাহ্জাদা মওলানা সৈয়দ মাসুম কামাল আযহারী, শাহ্জাদা সৈয়দ মোরশেদ কামাল, শাহ্জাদা ডা. সৈয়দ জাহেদ কামাল। গ্রন্থটির প্রকাশকাল হল ৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ , ২১ জানুয়ারি ২০২৩ শনিবার। উক্ত গ্রন্থটিতে প্রসঙ্গ কথা, যিকরুল্লাহ’র স্বাদ ও ফজিলত, যিকরুল্লায় আহলুল্লাহদের সুহবতের গুরুত্ব, ফরজ

middle of post box 3

ও অত্যাবশ্যকীয় যিকির প্রসঙ্গ, জীবন সংগ্রামে বিজয় অর্জনে যিকরুল্লাহ, যিকরুল্লাহ মানব চিত্তের তৃপ্তি, লতীফাসমূহের যিকরুল্লাহ’র অনুভূতি ও তাছির, মোরাকাবা, সুসংবাদ ও সাবধানবাণী, যিকরে মাহফিলের প্রেক্ষাপট, মাহফিলে যিকির- আদব,তরতীব ও পরিচ্ছন্ন আত্মায় আল্লাহপ্রেমের অনূভুতি বিষয়ে বিস্তারিত ও তথ্যবহুল আলোচনা করা হয়েছে।

১৯৫ পৃষ্ঠার গ্রন্থটি শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। উক্ত গ্রন্থটি পাওয়ার জন্য চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার উরকির ইউনিয়নের দরবারে কামালিয়া শরীফের হুজরা শরীফের যোগাযোগ করা যাবে।

পাশাপাশি রেজা- এ কামালিয়া’র অনলাইন পেইজে গিয়ে বইটি কেনার জন্য বুকিং বা প্রি- অর্ডার দেয়া যাবে।

ইউসূফে সানী হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী ( ক:) এর খলীফা হলেন কুতুবুল আকতাব, অলীয়ে কামেল হাজত রাওয়া হযরত শাহসূফী মওলানা ছৈয়দ কামাল শাহ্ (রহ.)।
এই মহান আউলিয়ার স্নেহধন্য ও খেলাফতপ্রাপ্ত বড় শাহজাদা শাহসূফী সৈয়দ সিদ্দিক রেজা (ম.জি.আ)। এই গুণী লেখক দরবারে কামালিয়া শরীফের প্রতিষ্ঠাতা মোন্তাজেম, সাজ্জাদানশীন ও পীরে ত্বরীকত। বাবাজান (রহ.) যেভাবে কাদেরীয়া, চিশতিয়া, নকশবন্দীয়া, মুজাদ্দেদিয়া ও মাইজভান্ডারীয়া ত্বরীকার মনোনীত খলিফা ছিলেন

তেমনিভাবে তাঁর প্রিয়পুত্র শাহসূফী সৈয়দ সিদ্দিক রেজা (ম.জি.আ)কেও ও উপরোল্লেখিত ত্বরীকা সমূহের খেলাফতের গুরুদায়িত্ব অর্পণ করেন।
লেখক গ্রন্হটি মুর্শিদে বরহক, অলিয়ে কামেল, পীরে মোয়াজ্জেম, কুতুবুল আকতাব হযরত শাহসূফি আলহাজ্ব মাওলানা ছৈয়দ কামাল শাহ ( রহ:) এর পবিত্র করকমলে উৎসর্গ করেছেন।

after post box 2