সর্বশেষ

ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

147
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: আজ ২৭ সেপ্টেম্বর ২০২২ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পতেঙ্গা সী-বিচ এলাকায় পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, চট্রগ্রাম রিজিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী, পতেঙ্গা জোনের সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান পিপিএম (বার), ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ ইসরাফিল মজুমদার, ইন্সপেক্টর সাজেদুল ইসলাম,স্প্রীড বোট মালিক সমিতির সেক্রেটারী মুসা আলম, ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোনের অন্যান্য অফিসার ফোর্স,স্টেক হোল্ডার ব্যবসায়ীগন ও স্হানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়। এতে আলোচনা পর্বে পুলিশ সুপার আপেল মাহমুদ চাঁদাবাজমুক্ত,পরিচ্ছন্ন সী-বীচ হিসেবে পতেঙ্গা সী-বিচকে একটি বিশ্বমানের বীচ হিসেবে গড়ে তোলার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও পতেঙ্গা সী-বীচে পর্যটকদের সেবা নিশ্চিত ও পর্যটকদের নিরাপদে আনন্দ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশের টহল ও নজরদারি, শিশুদের নাগালে রাখার সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য বিধি মেনে ভ্রমণের কাউন্সেলিং ও পর্যটকদের ভ্রমণে উৎসাহ প্রদান করা হয়।

after post box 2