সর্বশেষ

সাতকানিয়ার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন আন্তরিক -ফাতেমা তুজ জোহরা

157
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটি স্পটে মাদক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখায় সাতকানিয়ার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক বলে মন্তব্য করেন আইনশৃঙ্খলা কমিটিতে উপস্থিত সকল জনপ্রতিনিধিরা। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনসহ সরকারি সেবাসমূহের সরকার নির্ধারিত তালিকা টাঙানো এবং নির্ধারিত তালিকার বেশী অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইউনিয়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। গতকাল সাতকানিয়া উপজেলা পরিষদ হলে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং সর্বত্র অনলাইন সেবা চালুর মূল উদ্দেশ্য হল সরকারি সেবা ঘরে ঘরে পৌঁছানো এবং সহজ করা। এ ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের নামে কোন হয়রানী সহ্য করা হবে না।

middle of post box 3

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে মাদার্শার আবু নঈম মোহাম্মদ সেলিম, ছদাহার মো.মোরশেদুর রহমান, বাজালিয়ার তাপস দত্ত, সাতকানিয়া সদরের মোহাম্মদ সেলিম উদ্দিন,কেঁউচিয়ার মো ওসমান আলী, ধর্মপুরের নাসির উদ্দীন, কাঞ্চনার রমজান আলী, চরতির মো. রুহুল্লাহ চৌধুরী , আমিলাইশের মোজাম্মেল হক,খাগরিয়ার আকতার হোসেন, কালিয়াইশের হাফেজ আহমদ,ও নলুয়ার লিয়াকত আলী প্রমুখ।

after post box 2