সর্বশেষ

স্যাভক’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

4
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র রমজান মাসব্যাপী রমজান চ্যারিটির অংশ হিসেবে সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেন (স্যাভক)-এর উদ্যোগে স্যাভক ফ্রি স্কুলিং চান্দগাঁও চট্টগ্রাম শাখার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

middle of post box 3

প্রথম ধাপে শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ অনুষ্ঠান স্যাভক’র চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টিম লিডার আবদুল্লাহ মহসিন, আবদুর রাজ্জাক রুবেলসহ স্যাভকের ভলান্টিয়ার টিমগণ।

এছাড়াও স্যাভকের পক্ষ থেকে ৩০ রমজান পর্যন্ত আরো দু-শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হবে৷ স্যাভক রমজানের শুরু থেকে সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ, ইফতার প্যাক বিতরণ, শিশুদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেন।

after post box 2