সর্বশেষ

সোনার মানুষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

182
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: সাতকানিয়া লোহাগাড়ার আলোকিত ও স্মরণীয় বরণীয় ১৮০ জন মনীষীদের বনার্ঢ্য জীবনী নিয়ে রচিত সোনার মানুষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ২০ মে শনিবার সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে।

সোনার মানুষ বইয়ের সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সম্মানিত অধ্যক্ষ একেএম ফজলুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সম্মানিত সভাপতি ও চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হামিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সমশুল আলম।

হাফেজ মাওলানা আব্দুল মান্নান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা বেগম গার্লস হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাছান, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন, গৌরস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজম খাঁন, আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সলিম উদ্দিন, হাজ্বী শমশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু সুনীল কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সালাম, সাপ্তাহিক মাইনী পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সবুজ, সামরাজ ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু ছিদ্দিক, মোস্তফা বেগম গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক মোক্তার আহমদ, লেখক ও কলামিষ্ট মোহাম্মদ হোসেন, কবি সোলাইমান, ডায়মন্ড প্রবাসী গ্রুপের ক্যাশিয়ার মোহাম্মদ আজিজ, সংগঠক নুরুচ্ছাফা, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, যুব নেতা মামুন, ইমতিয়াজ্জমান সাফিন ও অঙ্গিকার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শিল্পী খলিল উল্লাহ সোহাগ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।

middle of post box 3

অনুষ্ঠানে বক্তরা বলেন, সোনার মানুষ বইটি তরুণ প্রজন্মের জন্য ইতিহাস ও স্মরণীয় হয়ে থাকবে। এটির মাধ্যমে তরুণ প্রজন্ম নতুন নতুন অনেক ইতিহাস ও তথ্য জানতে পারবে এবং সুন্দর সমাজ বির্নিমাণে ভুমিকা রাখতে সহায়ক হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আধুনগর ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি।

পরিশেষে অতিথিরা সবাই মিলে সোনার মানুষ বইয়ের “মোড়ক উন্মোচন” করেন।

after post box 2