সর্বশেষ

মান্যবর সৌদি রাষ্ট্রদূত ও ড. আবু রেজা নদভী এমপির চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন

102
Before post box 1

এম সোলাইমান কাসেমী :: সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এবং চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সাংসদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ১৮ ও ১৯ জুন ২০২৩ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন খ্যাতনামা মাদ্রাসা পরিদর্শন করেন।

চট্টগ্রামে জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা ও কক্সবাজারের জামেয়াতুল ঈমাম মুসলিম মাদ্রাসা পরিদর্শন কালে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সৌদি আরব দুটি ভাতৃ প্রতিম মুসলিম দেশ। বাংলাদেশে ইসলামের প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সরকারের অবদান প্রশংসনীয়। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দেশে, সমাজে ইসলামী নীতি-নৈতিকতা প্রসারে ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্রদূত আরও বলেন, প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি সৌদি আরবের প্রকৃত একজন বন্ধু, তিনি সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করে যাচ্ছেন।

middle of post box 3

এসময় প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি বলেন, আমাদের বর্তমান সরকার কওমি দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্স সমমান সনদের মর্যাদা দিয়েছে। এছাড়া সারা দেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্পের কাজ চলমান রয়েছে। যা সমগ্র মুসলিম বিশ্বের কাছে আশ্চর্য অনন্য এক উদাহরণ হিসেবে প্রসংশা পাচ্ছে।

জামেয়া দারুল মা’আরিফ আল্ ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লামা সুলতান যওক নদভী, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতী খলীল আহমাদ কুরাইশী, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহতামিম আমিনুল হক স্ব স্ব মাদ্রাসায় অতিথিদের স্বাগত জানান এবং সেখানে অনুষ্ঠিত সভা সমূহের সভাপতিত্ব করেন।

সফরকালে মান্যবর সৌদি রাষ্ট্রদূত ও প্রফেসর ড. আবু রেজা নদভী এমপির সাথে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি’র মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন, এসিএফডির ডিরেক্টর প্রফেসর আফজাল আহমেদ, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

after post box 2