সর্বশেষ

সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে মাতৃভাষা দিবস উদযাপন 

128
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের উদ্যোগে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার গৃহিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ ও কলেজের হল রুমে আলোচনা সভা।

সকালে কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান’র নেতৃত্বে শহীদ মিনারে প্রভাষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

middle of post box 3

এরপর কলেজের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি’র ৭১তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্র কর্তৃক উদ্যোগ নেয়া হলেও আজও ভাষা সৈনিকদের তালিকা প্রণয়ন হয়নি। ইতোমধ্যে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণীত হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি’র ৭১তম বার্ষিকীতে ভাষা সৈনিকদের সঠিক তালিকা প্রণয়ন সময়ের যুক্তিযুক্ত দাবি বলে আমি মনে করি।

কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক এবং শিক্ষক প্রতিনিধি তন্ময় আচার্য’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রভাষক এ.কে.এম শাহনাওয়াজ, প্রভাষক মোঃ নুরুচ্ছফা ও প্রভাষক নাসরাতুল হোসাইন।

after post box 2