সর্বশেষ

মানবতার কল্যাণে কাজ করছেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন

141
Before post box 1

এম সোলাইমান কাসেমী :: আজ ২৯ অক্টোবর ২০২২ আইআইইউসি’র ২৫ বৎসর পুর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজসেবা ও শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আইআইইউসি ট্রাস্টের জেনারেল সদস্য, আলজেরিয়ান পার্লামেন্টের মাননীয় ডেপুটি স্পিকার ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি’র ফিলিস্তিন পার্লামেন্টের স্থায়ী কমিটির সদস্য ইউসুফ আদজিসা। জানা যায়, দেশের অন্যান্য স্থানের মতো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েও অবকাঠামোগতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন একজন শিক্ষাবিদ, লেখক ও গবেষক। তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান হওয়ার পর থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী মহোদয়ের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আন্তরিকতার সাথে কাজ করে আসছেন। এ ছাড়াও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে দেশী-বিদেশী অনেক সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে।

after post box 2