সর্বশেষ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, সিভাসুর রেজিস্ট্রারের ভূমিকায় অসন্তোষ

154
Before post box 1

চট্টগ্রাম: কৃষি বিজ্ঞান বিষয়ক ৮টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা শনিবার (১০ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্বিবদ্যালয় (সিভাসু) কেন্দ্রে ২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

middle of post box 3

ভর্তি পরীক্ষার উপকমিটি গঠন, সম্মানী বণ্টন ও পরীক্ষায় ডিউটি বণ্টনকে কেন্দ্র করে সিভাসুর  শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য প্রতিবছরের মতো এ বছরও কিছু উপকমিটি গঠন করা হয়। কিন্তু রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামের স্বেচ্ছাচারিতার কারণে এবং সব কমিটিতে নিজের নাম দিয়ে বেশি সম্মানী নেওয়ার পাঁয়তারার ফলে অসন্তোষ দেখা দেয়।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আপত্তির মুখে উপকমিটিগুলো পাঁচবারের বেশি সংশোধন করা হয়েছে। এ নিয়ে ভর্তি কমিটির একাধিক সভায় রেজিস্ট্রারকে ভর্ৎসনা করা হয় এবং একাধিক কমিটি থেকে তার নাম প্রত্যাহার করা হয়।

সর্বশেষ ভর্তি পরীক্ষার হলে ডিউটি বণ্টনকে কেন্দ্র করে আবারও রেজিস্ট্রারের স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। এ নিয়ে ফিশারিজ অনুষদের সহকারী অধ্যাপক আবরার শাকিলসহ কয়েকজন শিক্ষক কর্তৃপক্ষের কাছে নালিশ জানালে বুধবার দুপুরে তা সংশোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সবার কাছে পাঠানো এক ইমেইলে উক্ত শিক্ষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বাংলানিউজকে বলেন, কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এসব নোংরা খেলা শুরু হয়েছে রেজিস্ট্রারের কারণে। কমিটি গঠনের সময় তিনি নিজের নাম সব কমিটিতে ঢুকিয়ে দেন, কারণ যত কমিটি তত সম্মানী। এ ছাড়া তিনি ইচ্ছাকৃতভাবে ডিউটি লিস্ট করে শিক্ষক ও কর্মকর্তাদের মুখোমুখি করে দেন। এটা খুবই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম বাংলানিউজকে বলেন, আমি এসব বিষয়ে জানি না। আপনি আমাদের উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলেন।

সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বাংলানিউজকে বলেন, ভর্তি পরীক্ষা আসলে এরকম কিছু অসন্তুষ্টির কথা আসে। আমি চাই সবাই যাতে এ কাজে সম্পৃক্ত হয়ে ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিকতা। সবাইকে সুন্দর মানসিকতা সম্পন্ন হতে হবে৷ তবেই আমরা এসব অতিরিক্ত চাওয়া পাওয়া থেকে দূরে থাকতে পারব।

after post box 2