সর্বশেষ

ফেসবুকে এমপি নদভী ও তার স্ত্রীকে কটূক্তির অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

157
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম-১৫ সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্য-নির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এমপি আবু রেজার পক্ষে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মিজানুর রহমান (২২) নামে এক ব্যক্তি। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী মিজানুর রহমান কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন পেকুয়ার চর এলাকার আবুল কাশেমের ছেলে।

middle of post box 3

দায়ের করা মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। এরা হলেন মুহাম্মদ শুয়াইব বিন হাবিব, শরীফ মাহমুদ, ইউসুফ বিন হোসাইন খান, এএসএম এহাসানুল হক, ইউসুফ আহমেদ, কবির আহমেদ, ইকবাল হাফিজ, সাইফুল ইসলাম ও মাহমুদ মিনহাজ। ঘটনার সময় ও তারিখ দেখানো হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪/২৫/২৯ ধারায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী মিজানুর রহমান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সমাবর্তনকে ঘিরে বিবাদীরা ফেসবুকে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং তার স্ত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে নিয়ে নানা ধরনের কটূক্তি ও মিথ্যা অপপ্রচার চালায়।

এ কারণে এমপির পক্ষে আমি মামলা করেছি। বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান খাঁন বলেন, আসামিরা প্রতিনিয়ত সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি এবং তার স্ত্রীকে জড়িয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে। যা ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

after post box 2