সর্বশেষ

দ্রব্যমূল্য উর্ধ্বগামী -মুহাম্মদ সোলাইমান

271
Before post box 1

দ্রব্যমূল্য উর্ধ্বগামী
-মুহাম্মদ সোলাইমান

সাহিত্য ডেস্ক ::

বর্তমানে দ্রব্যমূল্যে উর্ধ্বগামী
মানুষ পাগল পারা,
খেটে খাওয়া দিনমজুর
হলো নিত্য দিশেহারা।

শাক-সবজি সহ প্রতিটা পণ্যের
আকাশ ছোঁয়া বাড়তি দাম,
এসব দেখে সব মানুষের
ঝরছে শুধু গায়ের ঘাম।

আরও পড়ুন
middle of post box 3

আব্বু-আম্মু, দাদু বলে
সব লোকেই তো কয়,
কোন কালেই দেখিনাইতে
দ্রব্যমূল্যের এ কঠিন সময়।

দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ নেই
সব প্রচেষ্ঠা হল ব্যর্থ,
দ্রব্যমূল্য হাতের নাগালে
এখানেই জনগণের মূল স্বার্থ।

দ্রব্যমূল্য বেপরোয়া লাগামহীন
হাত-নাগালের সদা বাইরে,
কোনকালে এ কঠিন সময়
আমরাতো কেউ দেখি নাইরে।

শাক সবজি সহ নিত্যপণ্যের
সহনীয় নির্ধারিত মূল্য চাই,
সব দ্রব্যমূল্যে লাগাম টানেন
তাছাড়া কোন উপায় নাই।

লেখকঃ কবি, শিক্ষক ও সংগঠক।

after post box 2