সর্বশেষ

সাতকানিয়া উপজেলা শিশু পার্কের শুভ উদ্বোধন করলেন প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি

121
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন এ শিশু পার্কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার উদ্যোগ ও পরিকল্পনায় উপজেলার প্রথম বিনোদন কেন্দ্র এটি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
তিনি বলেন, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন উপর্যুক্ত পরিবেশ ও মানসিক বিকাশের সুযোগ। এই লক্ষ্যকে সামনে রেখে সাতকানিয়া উপজেলায় অত্যন্ত মনোরম পরিবেশে উপজেলা পরিষদের কেন্দ্রস্থলে শিশু পার্কটি স্থাপন করা হয়েছে। এখানে শিশুদের খেলার উপযোগী দোলনা, মেরি গো রাউড, প্লে স্টেশন, ট্রামপোলিন, বাঘ, ঘোড়া, পেঁচা, জিরাফ, স্লাইড, ট্রি-হাউস ইত্যাদি রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান তারেক, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, যুবলীগ নেতা জাবেদ ইকবাল, দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ শাহ আলম, মহিলা আওয়ামীলীগ নেত্রী নারগিস আক্তার মুন্নী, সূলেখা বড়ুয়া, জিনিয়া আক্তার, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।

 

after post box 2