সর্বশেষ

আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন-কমিটি গঠন অনুষ্ঠিত

206
Before post box 1

 

লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কর্মী সম্মেলনের মাধ্যমে আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুনাইদের নাম ঘোষণা করে এই কমিটি গঠন করা হয়।

middle of post box 3

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।

উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম আসিফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন প্রমুখ। এছাড়াও জেলা – উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

after post box 2