সর্বশেষ

মহেশখালীর চিকনী পাড়ায় হাজী সৈয়দ আহমদ সড়ক উদ্বোধন

7
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনি পাড়া গ্রামীণ জনপদে হাজ্বী সৈয়দ আহমদ সড়কটির ফলক উন্মোচন করা হয়েছে । উক্ত সড়কটির উদ্বোধন করেন , কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আবু আহমেদ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হোয়ানক ডিগ্রি কলেজের প্রভাষক নুরুল হক মেহেদী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কায়ছার উদ্দিন, মৌলানা আবু জাফর, মরহুম সৈয়দ আহমদ এর সুযোগ্য নাতি কবি জহির সিদ্দিকী, ট্রেইনার মোঃ ওসমান কামাল , সংগঠক শামীম শাহাবুদ্দিন, শিক্ষক জসিম উদ্দিন রানা, আবদুস সালাম মেম্বার, সমাজসেবক নুরুল আমিন, মোহাম্মদ ফয়সাল, আবদুর রহমান সহ চিকনীপাড়ার স্থানীয় জনগণ । ১৫ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টার সময় কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়ায় অভ্যন্তরীণ এ সড়কটির ফলক উন্মোচন করা হয় । এক সাক্ষাতকারে কবি জহির সিদ্দিকী বলেন- আমার দাদা হাজ্বী সৈয়দ আহমদ অত্যন্ত উদার এবং সাহসী মানুষ ছিলেন । এতদঅঞ্চলের হত দরিদ্র মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতেন । আমার দাদা মরহুম হাজী সৈয়দ আহমদ জন্মস্থান কালারমারছড়া ইউনিয়নের চিকনী পাড়া গ্রামের জমিদার ও সমাজসেবক ছিলেন । জনকল্যাণে সর্বদা নিবেদিত এবং গ্রামীণ জনপদের পরিচিত মুখ । জনগণের চলাচলের সুবিধার্থে বসতভিটার অংশ ছেড়ে দিতে যিনি কখনো কুণ্ঠাবোধ করেননি। তাঁর সেবা, ত্যাগ এবং দরদ এর মূল্যায়ন করতে বারবার ব্যর্থতার গ্লানিতে পর্যবসিত হয়েছি । আজ দীর্ঘদিনের পুঞ্জীভূত চিন্তার প্রতিফলন ঘটাতে পেরে মহান স্রষ্টার নিকট অশেষ কৃতজ্ঞতা ও শোকরিয়া জ্ঞাপন করছি । অনেকদিন পর হলেও হাজ্বী সৈয়দ আহমদ এর নামে সড়কের নামকরণ এবং উদ্বোধন করতে পেরে আমি এবং এলাকাবাসী খুবই আনন্দিত হয়েছে । আমি মনে করি, একজন সমাজসেবকে মূল্যায়ন করতে পারলাম। 

after post box 2