সর্বশেষ

এশিয়ান আবাসিক স্কুলে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

94
Before post box 1
নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদে- মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পবিত্র কুরআন তিলাওয়াত  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুলের শিক্ষক হাফেজ মোবারকের সঞ্চালনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে ৩০ সেপ্টেম্বর (সোমবার) স্কুল ক্যাম্পাসে উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও কাজী নজরুল একাডেমির পরিচালক ড. ফরিদুদ্দিন ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার, এমদাদ উদ্দিন চৌধুরী, মোঃ আজম, মোঃ ইউনুস ও হাফেজ হাসানুল বান্নাহ প্রমুখ।
প্রতিযোগিতায় ক- গ্রুপে জান্নাতুল নাইমা আলিফা, হুমাইরা জাহান, নুসাইবা জান্নাত নিহা খ- গ্রুপে আফিফা সোলতানা, ফাতিমা রহমান, ইমাম আল জারিফ গ-গ্রুপে সাকিব আল হাসান, মোহাম্মদ তাহির,জুনায়েত হোসেন তালুকদার ঘ- গ্রুপে মেহেদী হোসেন রাব্বি,ইয়ামুন নাহার,হুমাইরা নওশিন এবং ঙ-গ্রুপে জান্নাতুল বাকি রিদা, নুসাইবা আফরোজ, নাহিদুল ইসলাম যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্রদের সহীহ কুরআন তিলাওয়াতের ভুয়াসী প্রশংসা করে অভিভাবকদের বর্তমান সময়ে ছেলেমেয়েদের এমন প্রতিষ্ঠানে ভর্তি করানোর আহ্বান জানান। পরিশেষে অতিথিরা বিজয়ীদের হতে পুরস্কার তুলে দেন।
after post box 2