সর্বশেষ

সাতকানিয়ায় নির্বাচনী আমেজ ৭ রাউন্ড গুলিসহ দুই যুবক গ্রেফতার

139
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার গাটিয়াডেঙ্গা এলাকা থেকে ৭ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা না গেলেও আটক দুজনের নাম মোহাম্মদ সাহাব উদ্দীন ও মোহাম্মদ জাসেদ বলে জানা গেছে। তাদের বাড়ি আমিলাইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গাটিয়াডেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এলাকাবাসী জানায় ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ঘটাতে এসব অবৈধ অস্ত্র ও গুলি মজুদ করা হচ্ছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিউজটিভিবিডি ডটনেটকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুজনের পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত। তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

after post box 2