সর্বশেষ

তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

198
Before post box 1

নিজস্ব প্রতিবেদক:: নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ওমর আলী মাতাব্বর রোডস্থ তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠান আজ ১৭ ডিসেম্বর ২০২২ সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন চকবাজার শাখার সভাপতি আলহাজ্ব এম মাহবুবুল আলম’র সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহমুদুল করিমের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর

middle of post box 3

আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার শাইখুল হাদীস আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা সোলাইমান আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আনোয়ার হোসেন মনি, মাওলানা আব্দুল মালেক, মাওলানা শহিদুল ইসলাম, মোহাম্মদ সাইদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মঈন উদ্দীন হাসান প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে অনুষ্ঠানে আগত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

after post box 2