সর্বশেষ

কিং সালমান সেন্টারের অর্থায়নে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন তত্বাবধানে খাদ্য সহায়তা প্রকল্প উদ্বোধন

410
Before post box 1

 

চট্টগ্রাম ব্যুরো :: সৌদি বাদশার সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার (King Salman Humanitarian Aid & Relief Centre) ‘কিং সালমান সেন্টার’ এর অর্থায়নে লোকাল পার্টনার দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় সিলেটের বন্যাদুর্গতদের জন্য কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের
৬২৮৫ প্যাকেট ত্রাণ বিতরণ প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে ঢাকাস্থ সৌদি দূতাবাসে ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকাস্থ সৌদি দূতাবাসে দেশি-বিদেশী সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল্ দুহাইলান ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

middle of post box 3

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত সিলেটে গত ২০২২ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য মসজিদে হারামাইন শরীফাইনের সেবক ও তত্ত্ববধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদ এর বিশেষ সহমর্মিতা মানবিকতার কথা উল্লেখ করে বলেন, কিং সালমান সেন্টার বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা। এটি সারা বিশ্বের উন্নয়নশীল দেশ সমূহের হতদরিদ্র ও শরণার্থী শিবিরে আশ্রিত মানুষের পাশে রয়েছে। কক্সবাজার শরণার্থী ক্যাম্পে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য এবং বাংলাদেশী দরিদ্র জনগোষ্ঠির জন্য বিভিন্ন সময়ে কিং সালমান সেন্টারের ত্রাণ ও মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করে মান্যবর রাষ্ট্রদূত বলেন, কিং সালমান সেন্টার নিজস্ব প্রকল্প বাস্তবায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বিচারে বাংলাদেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনকে লোকাল পার্টনার হিসেবে বাচাই করেছে। প্রকল্প বাস্তবায়নে আন্তরিক সহায়তার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন কনেন।
আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগণের মাঝে কিং সালমান সেন্টারের মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়নের জন্য সৌদি বাদশা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, লোকাল পার্টনার হিসেবে দেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন অতীতের ন্যায় সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝেও স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে কিং সালমান সেন্টারের সহায়তা প্রকল্প বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। লিখিত বক্তব্য পাঠ শেষে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল্ দুহাইলান ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, বিদেশ বিভাগের কর্মকর্তা মাওলানা হারুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সালামত উল্লাহ, আবদুল হামিদ, ওয়ায়েস আহমদ, ফাউন্ডেশনের চীফ একাউন্ট্যান্ট বোরহান উদ্দিন প্রমুখ।

after post box 2