সর্বশেষ

চট্টগ্রামে কেবি হেলথ কেয়ারের উদ্যোগে অসহায় রোজাদারদের ইফতার ও ঈদ উপহার বিতরণ

369
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজারের কেবি হেলথ কেয়ারের উদ্যোগে অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়। অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণকালে কেবি হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মহিউদ্দিন, পরিচালক মিজানুর রহমান সোহেল ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ এনামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, কেবি হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মহিউদ্দিন দীর্ঘ দিন ধরে মানবতার কল্যাণে কাজ করে আসছে। এমনকি তিনি অনেক অসহায় ও দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা জনপ্রিয়তা অর্জন করেছে।

কেবি হেলথ কেয়ারের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সোহেল বলেন, কেবি হেলথ কেয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীদের ডিসকাউন্টসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি সমাজের বিত্তবানদের অসহায় রোজাদারদের পাশে থাকার আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

after post box 2