সর্বশেষ

উদ্বোধনের সময় অতিথিদের নিয়ে ভেঙে পড়ল সেতু!

108
Before post box 1

উদ্বোধনের সময় অতিথিদের নিয়ে ভেঙে পড়ল একটি সেতু।  ঘটনাটি ঘটেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সেতুটি উদ্বোধনের জন্য কর্মকর্তাদের নিয়ে সদলবলে ফিতা কাটার আগ মুহূর্তেই হঠাৎ ভেঙে পড়ে সেতুটি।

middle of post box 3

স্থানীয় বার্তা সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। সেই সেতু উদ্বোধনের কার্যক্রম হিসেবে ফিতা কাটার জন্য এক নারী কাঁচি হাতে নিতেই সবাইকে নিয়ে ভেঙে পড়ে সেতুটি।

এদিকে উদ্বোধনের সময় সেতুটি ভেঙে পড়ার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেতুটি ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করেন।

after post box 2