সর্বশেষ

পেঁয়াজ ও নিত্যপণ্যে দূর্ভোগ -মুহাম্মদ সোলাইমান

301
Before post box 1

পেঁয়াজ ও নিত্যপণ্যে দূর্ভোগ
মুহাম্মদ সোলাইমান

সাহিত্য ডেস্ক::

দ্রব্যমূল্যের বেপরোয়া উর্ধগতিতে
বেতন কাটামো সবার স্থির,
এমন কঠিন পরিস্থিতিতে
ভেঙে যাচ্ছে সুখের নীড়।

চাল-ডাল, তেল-চিনি, পেঁয়াজ সহ
নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম,
এসব দেখে ধনী-গরিব সব মানুষের
ঝরছে শুধুই গায়ের ঘাম।

গোটা দেশে চলছে অরাজকতা
দ্রব্যমূল্য মাত্রাতিরিক্ত অসহনীয় লাগামহীন,
পেঁয়াজ সহ নিত্যপণ্যে বেড়েছে চরম দুর্ভোগ
সিন্ডিকেট ব্যবসায় আজ সুখের দিন।

middle of post box 3

সরকার কি এসব দেখেনা
মানুষের কষ্ট লাগামহীন,
জনজীবন আজ বিপর্যস্ত
মানুষের দুর্ভোগ সীমাহীন।

নুন আনতে পান্তা পুরোয়
গরিব যারা অসহায়,
সবজি-মাছের বাজারে আগুন
করছে সবাই হায়! হায়।

প্রতিটা কাজে বেড়েছে দুর্ভোগ
বিপন্ন আজ মানব জীবন,
শান্তি-সুখ আজ নির্বাসনে
ভারাক্রান্ত আজ সবার মন।

৮০ থেকে ২৬০ টাকা লাফিয়ে বেড়েছে
নিত্যপণ্য সহ পেঁয়াজে দূর্ভোগ অসহনীয় দাম,
নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যে চরম উর্ধগতি
নাগালের বাইরে ঝরছে শুধু দেহের ঘাম।

সারা বাংলাদেশ আজ বিপর্যস্ত
অশান্ত রাজনীতি, ডেঙ্গু শনাক্ত এদেশেতে
হে খোদা দয়াময় রহম করো
ফিরিয়ে দাও সুখ-শান্তি এই দুনিয়াতে।

লেখকঃ কবি, শিক্ষক এবং সংগঠক।

after post box 2