সর্বশেষ

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

192
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান “মাদার্শা খলিল ছফুরা আদর্শ উচ্চ বিদ্যালয়” এর জন্য সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক বেতনে সহকারী শিক্ষক গণিত (বি এস সি) ১জন, সহকারী শিক্ষক ইংরেজি (বি এ অনার্স ) ১জন, সহকারী শিক্ষক (বি বি এস) ১জন ও সহকারী শিক্ষিকা (বি এ/ বি বি এ) ১জন আবশ্যক।আগ্রহী প্রার্থীগণকে দুই কপি ছবি, মোবাইল নাম্বার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশে ১৫ কর্ম দিবসের মধ্যে সভাপতি/প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। বি.দ্র. আলোচনা সাপেক্ষে মানসম্মত আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। যোগাযোগ: গ্রামঃ দক্ষিণ মাদার্শা, ডাকঘর: দেওদীঘি উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম। ০১৮২৯-৩২৭৩১০

after post box 2