সর্বশেষ

২৪ ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন সাংবাদিক ইলিয়াস

117
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক :: চুরি ও নারী নির্যাতনের অভিযোগে নিউইয়র্ক পুলিশের হাতে আটক হওয়া সাংবাদিক ইলিয়াস হোসেন জামিন পেয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জামিন পান তিনি। এর আগে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার হন প্রবাসী সাংবাদিক ইলিয়াস।
মঙ্গলবার রাত ৮টার দিকে একাধিক প্রবাসী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানী দায়েরকৃত চুরি ও নারী নির্যাতনের মামলায় গ্রেফতার হন সাংবাদিক ইলিয়াস। এর আগে গত ২২ অক্টোবর নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও নেত্রী নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নীরা রাব্বানী। ২২ অক্টোবরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেখানে ইলিয়াসকে উত্তেজিত অবস্থায় অশ্লীল ভাষায় কথা বলতেও দেখা গেছে। এমনকি ওই নারীকেও গালাগালি করেন তিনি।

after post box 2