সর্বশেষ

হেলথ কার্ড বিডি’র স্থগিত হওয়া বৃত্তি পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত

254
Before post box 1

নিজস্ব প্রতিবেদক:: আজ জুমাবার ৬জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ১১টা ও বিকাল ৩টা হতে ৪টা দুই পর্বে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নমূলক প্রতিষ্ঠান হেলথ কার্ড বৃত্তি প্রকল্পের ব্যবস্থাপনায় আয়োজিত ২৩ ডিসেম্বর ২০২২ শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট কেন্দ্রের স্থগিত হওয়া বৃত্তি পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বারের মতো এ বৃত্তি পরীক্ষা গত ২৩ ডিসেম্বর ২০২২ চট্টগ্রামের ৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। জানা যায়, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে হেলথ কার্ড বিডি ডটকম সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন বলেন, ‘বেসরকারি পর্যায়ে এটি অন্যতম বৃহত্তম বৃত্তি পরীক্ষা।তিনি বলেন, পরীক্ষা গ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আগামীতে এ বৃত্তি পরীক্ষা দেশের একটি মডেল পরীক্ষা হিসেবে প্রতিষ্ঠা করবো-ইনশাআল্লাহ। হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষার আয়োজক হেলথ কার্ড বাংলাদেশর ব্যাবস্থাপনা পরিচালক ইমরানুল হক বলেন, হেলথকার্ড বিডি একটি ডিজিটাল হসপিটাল এবং মেডিকেল ইনস্যুরেন্স সেবা প্রদানের অনন্য সহায়ক প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে দেশের সকল ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবীমার আওতায় আনার লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন। হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা পরিদর্শন শেষে বিডি বৃত্তি প্রকল্পের উপদেষ্টা অধ্যক্ষ মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী বলেন, এ বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করায় বৃত্তি প্রকল্পের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের সবাই বৃত্তি না পেলেও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ বৃত্তি পরীক্ষা সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন স্মার্টি চকলেটের হেড অব মার্কেটিং মো. আরিফুল ইসলাম, মাইমুনুর রশীদ, মাওলানা মোজাহেরুল হক, মিজানুল হক, মিনহাজুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, রাকিবুল ইসলাম, জাহেদুল ইসলাম আরিফ, তানজিনা তামান্না, সানোপ্রু মারমা, নুছিং মারমা প্রমুখ।

after post box 2