সর্বশেষ

আইআইইউসির উইন্টার ফেস্ট উদ্বোধন করলেন রিজিয়া রেজা চৌধুরী

102
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্ট্মেন্টের ‘ইইই ক্লাব-ফিমেল চাপ্টার’র উদ্যোগে গতকাল  আইআইইউসির ফিমেল একাডেমিক জোনে ‘উইন্টার ফেস্ট’ এর আয়োজন করা হয়।

middle of post box 3

উইন্টার ফেস্ট উদ্বোধন করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। উইন্টার ফেস্ট পরিদর্শন করে তিনি বলেন, ভাষার মাসে পিঠা পুলির আয়োজন যেন আমাদের দেশীয় সংস্কৃতিকে আবার ফিরিয়ে এনেছে। ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশীয় পিঠা-পুলি ও অন্যান্য দেশীয় আয়োজন যেন সভ্যতার মাঝে আমাদের পুরোনো ঐতিহ্যকে নতুনরুপে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি নারীদের অগ্রযাত্রায় পড়াশোনার পাশাপাশি অন্যান্য সকল বিষয়ে পারদর্শী হবার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন আইআইইউসির সাইন্স ফ্যকাল্টির ডীন ড. মোহাম্মদ শামীমুল হক চৌধুরী, প্রক্টর জনাব মোঃ ইফতেখার উদ্দিন, ইইই বিভাগের চেয়ারম্যান ড. শিকদার সানবীম ইসলাম, ফিমেল একাডেমিক জোন এর কো-অর্ডিনেটর মিসেস ফারহানা ইয়াসমিন চৌধুরী, ইইই ডিপার্টমেন্ট এর ফিমেল কো-অর্ডিনেটর তানজিম মুস্তারি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আইআইইইসির ইইই বিভাগের সকল সেমিষ্টারের ছাত্রীরা বিভিন্ন স্টল দিয়ে উইন্টার ফেস্টে অংশগ্রহণ করে।

after post box 2