সর্বশেষ

তালিমুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা ও দস্তারবন্দী সম্পন্ন

126
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার হিফজুল কুরআন বিভাগের দস্তারবন্দী অনুষ্ঠান গতকাল ২৪ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আমিন উল্লাহ আজাদের উপস্থাপনায় ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বার্ষিক সভায় প্রধান ওয়ায়েজের তাকরীর পেশ করেন আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা শামসুদ্দিন জিয়া। উদ্বোধনী তাকরীর পেশ করেন মাদ্রাসার পরিচালক মাওলানা ফরিদুল হক। বিশেষ ওয়ায়েজের তাকরীর পেশ করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার শায়খুল হাদীস ও উপাধ্যক্ষ আল্লামা হাফেজ শাহে আলম, পিএইচ.ডি গবেষক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব, ইসলামী চিন্তক ও পিএইচ.ডি গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, মাওলানা মুহাম্মদ মুজাহিদুর রহমান, মাওলানা আমিন উল্লাহ প্রমুখ। সভায় আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা শামসুদ্দিন জিয়া বলেন, কুরআনি শিক্ষাকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা আখ্যা দিয়ে শিক্ষার্থীদের কুরআন হিফজের পাশাপাশি কুরআনের মর্মার্থ উপলব্ধি করার আহ্বান জানান। তিনি কুরআনের বাণী উল্লেখ করে বলেন, আল্লাহ নিজেই কুরআন নাজিল করেছেন এবং তিনিই এর সংরক্ষণকারী। সুতরাং কুরআন এ পৃথিবীতে শাশ্বতরূপে টিকে থাকবে ইনশা-আল্লাহ। তিনি তার বক্তব্য শেষে হিফজ সমাপ্তকারী ১০ হাফেজদের পাগড়ী পরিয়ে দিয়েছেন। সভায় ইসলামী চিন্তক ও পিএইচ.ডি গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী কুরআনের শিক্ষার্থীদের পৃথিবী সেরা শিক্ষার্থী উল্লেখ করে উপস্থিত অভিভাবকদের স্বীয় সন্তানদের মনোদৈহিক বিকাশে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তিনি শিক্ষার্থীদের আগামীতে দেশ সেরা মুফাসিসর, মুহাদ্দিস ও ফকিহ হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান। সবশেষে মাদ্রাসা সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ করে মাদরাসা প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত মৃতদের মাগফিরাত কামনা এবং জীবিতদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

after post box 2