সর্বশেষ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ মোছলেম উদ্দিন’র ইন্তেকালে চিটাগাং চেম্বারের শোক প্ৰকাশ

106
Before post box 1

নিউজ ডেস্ক :: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাক্টির প্রাক্তন পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ মোছলেম উদ্দিন আহমেদ এমপি (৭৫) রোববার দিবাগত রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ- সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন। চেম্বার প্রেসিডিয়াম একজন বীর মুক্তিযোদ্ধা, সফল সংগঠক এবং খ্যাতিমান রাজনীতিবিদ হিসেবে মরহুমের অবদানের কথা স্মরণ করেন।

middle of post box 3

চেম্বার প্রেসিডিয়াম মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহ্তা’লার রহমত কামনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ০৬ ফেব্রুয়ারি বাদ আছর বোয়ালখালীর গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ১ম নামাজে জানাযা এবং ০৭ ফেব্রুয়ারি সকাল ১১.০০ টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে ২য় নামাজে জানাযা শেষে গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

after post box 2