সর্বশেষ

চট্টগ্রামে মানবতার কল্যাণে কাজ করছে এমএসকে ফাউন্ডেশন

156
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন এমএসকে ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসহায়, হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, সেহেরী, ইফতারী, ঈদবস্ত্র , ঢেউ টিন, নগদ টাকা, বিবাহ উপযুক্ত মেয়েদের বিবাহে সাহায্য ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৩(শুক্রবার) নগরীর কয়েকজন বিধবা অসহায় রোগী ও বিবাহ উপযুক্ত মেয়েদের বিবাহের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষা-সংগঠক মাওলানা এম সোলাইমান কাসেমী, ফাউন্ডেশনের উপদেষ্টা ও গাফ্ফার আমেনা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মুহাম্মদ আবদুল গাফ্ফার চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ এনামুল হক সিরাজ মাদানী, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ইমরানুল হক প্রমুখ।

middle of post box 3

ফাউন্ডেশনের উপদেষ্টা ও গাফ্ফার আমেনা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবাধিকার সংগঠক আলহাজ্ব লায়ন মুহাম্মদ আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, এমএসকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা ফাউন্ডেশনের যাত্রার শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে সকল জাতীয় দিবস উৎযাপন, ঈদ বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এতিম-অসহায় ও মেধাবী শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ গণসচেতনতামুলক বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। আমি মহান আল্লাহর দরবারে এ ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

after post box 2