সর্বশেষ

এবারের টিসিবির পণ্যে যুক্ত হলো ছোলা ও খেজুর

141
Before post box 1

এম সোলাইমান কাসেমী :: নিম্ন আয়ের মানুষদের জন্য বৃহস্পতিবার থেকে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবছরও সংস্থাটি সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের সঙ্গে রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা বিক্রি করছে। তবে গত বছরের চেয়ে এবার খেজুরের কেজিতে ২০ টাকা বাড়ানো হয়েছে।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার তিব্বত মোড়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।

middle of post box 3

বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, রমজান উপলক্ষে দুই পর্বে কার্ডধারী এক কোটি পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে। ঢাকা মহানগরসহ সারাদেশে প্রথম পর্বের পণ্য বিক্রি শুরু।

কার্ডধারী ক্রেতাদের কাছে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা এবং চিনি ৬০ টাকায় বিক্রি করবে টিসিবি। এছাড়া প্রতি কেজি ছোলা ৫০ এবং প্রতি খেজুর ১০০ টাকায় বিক্রি করা হবে। গত বছর খেজুর ৮০ টাকা দরে বিক্রি করেছিল টিসিবি।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি করে চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন। পণ্য বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন।

after post box 2