সর্বশেষ

ভালোবাসা দিবসে ফুল দেয়ার চেষ্টায় গণপিটুনি খেলেন যুবক

119
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: নাটোর সদর উপজেলায় ভালোবাসা দিবসে এক স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম হাসান (২২)। তিনি উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের করোটা সীমান্ত এলাকার আ. মান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন দীঘাপতিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার শাহ আলম। গণমাধ্যমকে তিনি জানান, দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। সকালে ওই ছাত্রী স্কুলে প্রবেশ করছিল। এ সময় স্কুল গেটের বাইরে তাকে ফুল দিতে যান ওই যুবক। এসময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলে জোর করতে থাকেন হাসান। পরে ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। তখন স্থানীয়দের সহযোগিতায় হাসানকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।

অভিভাবককে ডেকে ওই যুবককে তাদের কাছে সোপর্দ করা হয় বলে জানান ইউপি মেম্বার।

after post box 2