সর্বশেষ

লোহাগাড়ায় ৩ ঘণ্টায় স্বামী-স্ত্রীর মৃত্যু

95
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দর্জি পাড়ায় স্ত্রীর মৃত্যুর ৩ ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। আজ রবিবার ( ১৬ অক্টোবর) দুপুর ২ টার সময় স্বামী হাবিবুর রহমানের স্ত্রী ছেনুয়ারা বেগম (৬৬) অসুস্থ হয়ে বাড়িতে মারা যায়৷ এর ৩ ঘণ্টা পর পর স্বামী হাবিবুর রহমান (৭৫ ) হৃদরোগে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। প্রতিবেশীরা বলেন, স্ত্রীর মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এর ৩ ঘন্টার ব্যবধানে স্বামী হাবিবুর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টার সময় স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। দু’জনকে একই কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

after post box 2