সর্বশেষ

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

207
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ ও ৩০ নভেম্বর ২০২২ মাদ্রাসা ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম দিবসে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, চট্টগ্রামে দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা অনন্য ভূমিকা রাখছে। দ্বিতীয় দিবসে সভাপতির বক্তব্য রাখেন কার্য-নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লায়ন আবদুল গাফ্ফার চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সহ-সভাপতি মিসেস লায়ন সেতারা গাফ্ফার চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, অর্থ-সচিব আলহাজ্ব কাজী মাওলানা গিয়াস উদ্দিন, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম, হাফেজ মাওলানা মহিউদ্দীন মাহবুব, মাওলানা শাহজাহান ও মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা জাতি হিসেবে বেশ সমৃদ্ধ ও আত্নমর্যাদাশীল। আমাদের কাছে একটি ঐতিহ্যময় ইতিহাস আছে যা আমাদের বিশ্ব দরবারে উচ্চ আসনে সমাসীন করেছেন। সেই সাথে বক্তারা এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার ভিশন-২৫ বাস্তবায়নে কার্য-নির্বাহী পরিষদ সদস্য ও শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সরওয়ার জাহান, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম, মাস্টার শাহাদাত হোসাইন, মিসেস আসমাউল হুসনা, মিসেস আমিনা খানম, মিসেস আয়েশা আকতার, মিসেস আসফিয়া খানম, মিসেস তাসনিম নুরুল রণি, মিসেস মরিয়ম আক্তার, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, হাফেজ মাওলানা আল আমিন, হাফেজ জিল্লুর রহমান, আনোয়ার হোসেন, মোহাম্মদ আবু তালেব প্রমুখ। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম সোলাইমান কাসেমী।

after post box 2