সর্বশেষ

স্ট্যাটাসে কাদেরকে ‘বেইমান’ বলছেন শিল্পী মমতাজ

141
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক :: পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে হতাশা নিয়ে একটি ‘মজাদার’ পোস্ট করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চা হয়। এরপর আবারও তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।
সোমবার মানিকগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য ফেসবুকে লেখেন, সাপ পালছিলাম দুধ দিয়া। তার সেই পোস্টের তলায় অনেকে প্রশ্ন করেছেন, কে সেই সাপ? কেউ কেউ তাকে বিশ্বাসঘাতক থেকে কৌশলি হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেন। অনেকে আবার পোস্টটি নিয়ে মজা করেন। কেউ লেখেন, দুধের সঙ্গে কলা দিয়েছিলেন কিনা। কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, দিন শেষে যে পালে তার দোষ। সেই পোস্ট নিয়ে আলোচনার মধ্যেই আরেকটি স্ট্যাটাস দিয়েছেন এমপি মমতাজ। এবার তিনি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বারি।’ কিন্তু কাকে তিনি ‘বেইমান’ বললেন, মমতাজ তা রহস্য রেখে দিয়েছেন। তবে সেই রহস্য না হোক বা না হোক, মমতাজের শুভাকাঙ্ক্ষিরাও মন্তব্যে আলহামদুলিল্লাহ লিখছেন।

after post box 2