সর্বশেষ

বর্ণাঢ্য আয়োজনে মহেশখালী কেএমসি-৯৪ ক্লাব কক্সবাজারের মোড়ক উন্মোচন ও আনন্দ ভ্রমণ 

72
Before post box 1

এম সোলাইমান কাসেমী, চট্টগ্রাম :: মহেশখালী কেএমসি’৯৪ ক্লাব কক্সবাজার একটি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধু সংগঠন। প্রতি বছর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনে ক্লাবটি আনন্দ ভ্রমণের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় পরিবারসহ প্রায় অর্ধশতাধিক লোকজনের অংশগ্রহণে এবছরও সতীর্থ সম্মিলন ও আনন্দ ভ্রমণ সুদূর টেকনাফ শাহপরীর দ্বীপ, মেরিন ড্রাইভের নান্দনিক দৃশ্য অবলোকনের মধ্য দিয়ে গত ২১ জুন সম্পন্ন হয়।

আনন্দ ভ্রমণকে কেন্দ্র করে সংগঠনটি কালারমার ছড়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ‘৯৪ বন্ধুদের স্মৃতিকে ধারণ এবং লালন করার নিমিত্তে “কানন’৯৪” নামক একটি প্রকাশনা প্রকাশ করে। গত ২০ জুন কক্সবাজার সদরস্থ সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অগ্রজ,সতীর্থ এবং অনুজদের সক্রিয় উপস্থিতিতে “কানন’৯৪” স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়।

middle of post box 3

উক্ত অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দের পাশাপাশি একই বিদ্যাপীঠের অগ্রজ সৈয়দুল কাদের (ব্যাচ ৮৮), আবুল কালাম মোস্তাহসিন ( ব্যাচ ৮৯), আবদুর রহিম ( ব্যাচ ৯০), জাফর আলম ( ব্যাচ ৯০), রেজাউল করিম (ব্যাচ ৯১), মোহাম্মদ আলী (ব্যাচ ৯১), একরাম উদ্দীন (ব্যাচ ৯২) প্রমূখ অনুভূতি ব্যাক্ত করেন। তাঁরা ক্লাবের অগ্রযাত্রাকে স্বাগত জানান। যে কোন কর্মকান্ডে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ক্লাবের সমন্বয়ক জহির সিদ্দিকী বলেন- ” ক্লাবটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সম্প্রীতির। ক্লাব এবছর আনন্দ ভ্রমণের পাশাপাশি সর্বপ্রথম স্মারকগ্রন্থ “কানন’৯৪” প্রকাশ করে। যা ৩০ বছর পর হলেও অকাট্য দলিল হিসেবে ভূমিকা রাখবে।” তিনি প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, ক্লাবটির আনন্দ ভ্রমণে সদস্যদের সক্রিয় উপস্থিতি ভ্রমণকে আরো আনন্দময় করে তোলে। সবুজ প্রকৃতির স্নিগ্ধতা, আঁকা-বাঁকা পথ, উঁচু নীচু পাহাড়, সীমান্তের নাফ নদী, শাহপরী দ্বীপের নান্দনিক সংযোগ সড়ক, মায়ানমারের সীমান্ত, মেরিন ড্রাইভের উভয় পাশের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে ভ্রমণের সমাপ্তি ঘটে।

 

after post box 2