সর্বশেষ

থানাকে সবার আশ্রয়স্থল বানাতে হবে -আইজিপি

154
Before post box 1

 

নিউজ ডেস্ক :: পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নিজেদের দায়িত্বশীলতা দিয়ে থানাকে সবার আশ্রয়স্থল বানাতে হবে। সবাই ৯টা-৫টা কাজ করলেও থানার দরজা কখনও বন্ধ হয় না। প্রত্যাশা তৈরির পেছনে আপনারা যেভাবে অবদান রেখেছেন, ভবিষ্যতেও মানুষের আস্থা, প্রত্যাশা এবং ভালোবাসার জায়গা ধরে রাখতে হবে।

রবিবার (১৬ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

middle of post box 3

তিনি বলেন, ‘জঙ্গিবাদ মোকাবিলা করতে সারা বিশ্ব যেভাবে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করায় চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতিবাদসহ গার্মেন্টস সেক্টর তথা সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যার কারণে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। এ কারণে দেশ ঈর্ষণীয় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।’

আইজিপি বলেন, ‘ট্রাফিক পুলিশ অবিরাম কষ্ট করে। মানুষ ট্রাফিক পুলিশের সমালোচনা করে। ৯৯৯ নম্বরের কারণে মানুষ এখন বিশ্বাস করে—পুলিশের কাছে গেলেই তাদের সমস্যার সমাধান হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভালো কাজ করলে সারা দেশ ভালো চলে। ঢাকা মহানগরে কোনও অপরাধ সংঘটিত হলে ডিএমপির অফিসাররা তা উদঘাটন না হওয়া পর্যন্ত ক্ষান্ত হন না। যেকোনও পরিস্থিতিতে ইস্পাত কঠিন প্রত্যয় নিয়ে ডিএমপি কাজ করবে।’

অনুষ্ঠানে পুলিশ সদর দফতর, ডিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

after post box 2