সর্বশেষ

চট্টগ্রামে ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোনের উদ্যোগে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

183
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: আজ ২১ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১টায় ট্যুরিস্ট পুলিশ পতেঙ্গা জোন কর্তৃক স্টেক হোল্ডারদের সাথে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

middle of post box 3

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান পিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান ইকবাল চৌধুরী। সভায় বক্তব্য রাখেন পতেঙ্গা সী-বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াহেদ আলম মাস্টার, ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ ইসরাফিল মজুমদার, ইন্সপেক্টর সাজেদুল ইসলাম,স্প্রীড বোট মালিক সমিতির সেক্রেটারী মুসা আলম প্রমুখ। এছাড়াও স্টেক হোল্ডার ব্যবসায়ী ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেয়া হয় এবং মাদকের প্রতি জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করা হয়। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস বিরোধী কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করে পতেঙ্গা সী-বিচে পরিছন্নতা,শৃংখলা, মূল্য তালিকা টাঙানো,পর্যটকদের সাথে ভালো ব্যবহার, অতিরিক্ত মূল্য না রাখা ইত্যাদি বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

after post box 2