সর্বশেষ

ফরিদপুরে বিএনপির গণসমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন

80
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক : ফরিদপুরে বিএনপির গণসমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। আগামী ১২ নভেম্বর বিএনপির এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রশাসনের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকেই আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে স্টেজ তৈরির কাজ শুরু করা হয়েছে।
এদিকে, বিএনপির পক্ষ থেকে জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠসহ চারটি স্থানে সমাবেশের জন্য আবেদন করা হলেও অনুমতি মিলেছে শহরের বাইরে কোমরপুরে অবস্থিত আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বাংলানিউজকে জানান, সমাবেশের জন্য গত ১২ সেপ্টেম্বর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ, অম্বিকা ময়দান, জনতা ব্যাংকের মোড় ও ফরিদপুর জিলা স্কুলের মাঠের যে কোনো একটি স্থান চেয়ে আবেদন করা হয়। কিন্তু সেই চারটি স্থানের কোনটিই তাদের দেওয়া হয়নি। তিনি বলেন, গণসমাবেশ ঠেকাতে নানা তৎপরতা চালাচ্ছে ক্ষমতাসীন দলের নেতারা। সব বাধা উপেক্ষা করে মহাসমাবেশ সফল করা হবে।

after post box 2