সর্বশেষ

লোহাগাড়ায় বিদ্যুৎ বিভ্রাট চরমে -মুহাম্মদ সোলাইমান

418
Before post box 1

লোহাগাড়ায় বিদ্যুৎ বিভ্রাট চরমে
-মুহাম্মদ সোলাইমান

 

সাহিত্য ডেক্স ::

আজ দিবানিশি সারা বেলা,
বিদ্যুতের মিটি মিটি খেলা।
যাওয়ার বেলায় খবর পাই,
আসার কোন বালাই নাই।

কোন কারণ নোটিশ ছাড়াই
বিদ্যুৎ না থাকা লোহাগাড়ার স্বভাব,
লোহাগাড়ার বিদ্যুৎ বিভাগে
রয়েছে দক্ষ লোকের বড়ই অভাব।

হ্যাঁ লোহাগাড়ার কথা বলছি ভাই,
হালকা বৃষ্টি হলেই বিদ্যুৎ পালায়।
প্রতিবাদে সবার ঐক্য চাই,
বিদ্যুৎ কেন লোহাগাড়ায় নাই।

মাঝে মাঝে লোহাগাড়ায় বিদ্যুৎ পাই,
বিদ্যুৎ বিভ্রাট চরমে দুখের যে সীমা নাই।
হ্যাঁ লোহাগাড়ার কথাই বলছি ভাই,
লোহাগাড়ায় বিদ্যুৎ বিভ্রাট চরমে
দুঃখ কষ্টের কোনই সীমা নাই।

middle of post box 3

ডিজিটাল বিদ্যুৎ দেখতে আসেন
আমাদের প্রিয় চট্টগ্রাম লোহাগাড়ায়,
কখন বাতি নিবে বলা মুশকিল,
আসার কোনই খবর নাই।

হ্যাঁ লোহাগাড়ার কথায় তো
বারংবার বলছি ভাই,
কোন সমস্যা না হলেও
এমনিতেই বিদ্যুৎ পালায়।

লোহাগাড়ায় বিদ্যুৎ বিভ্রাট চরমে,
জনগণ অতিষ্ঠ প্রচন্ড গরমে।
আমরাতো বিদ্যুৎ বিল বাকী রাখিনি,
আম জনতার এটাই জিজ্ঞাসা লজ্জা শরমে।

এটাই ডিজিটাল বাংলার নমুনা
কইতে গেলে শুধু আমিই দোষী,
তাই আর বেশি কিছু কমুনা,
পরাধীনতাই বেঁচে মনে কষ্ট পোষী।

বিদ্যুৎ বিহীন কষ্ট সীমাহীন
দেশের উন্নয়ন অধঃপতনে,
বিদ্যুৎ বিহীন প্রাণ নাই দেহে
বিছানায় দেহ অস্থির অচেতনে।

লেখকঃ কবি-সাহিত্যিক, শিক্ষক এবং সংগঠক।।

after post box 2